Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় পৌর বিএনপির নির্বাচনি প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪১

নির্বাচন সামনে রেখে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা বাস্তবায়নসহ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহবান জানান বিএনপি নেতারা।

নির্বাচনি প্রচারণায় অংশ নেন পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার শেখ, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম রাশেল, পৌর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

এদিকে কুয়াকাটা পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকারের নেতৃত্বে পৌর এলাকার ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারণা চালান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রাম ডা: জিএম গনিসহ স্থানীয় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়ার নেতৃত্বে পৌর এলাকার প্রতিটি বাড়িতে লিফলেট বিতরণ করা হয়।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নসহ আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে মাঠে নেমেছেন তারা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস আজ
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৯

আরো

সম্পর্কিত খবর