Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৫:২১

হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিটের উদ্যোগে শহিদ স্মৃতি উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড টাঙ্গাইল সদরের আহবায়ক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল খালেক মন্ডল, মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভার শেষে শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলার ঐতিহ্য লাঠি বাড়ি খেলা ও সংযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মুক্তিযোদ্ধারা শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর