Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২

প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

বান্দরবান: আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা সদরের রাজার মাঠে বেলুন উড়িয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিযোগীরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম শেষে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে মিনি ম্যারাথনের শেষ করে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় সর্বমোট ১৫০ জন প্রতিযোগী অংশ নেয় যাদের মধ্যে ৩০ জন নারী প্রতিযোগী। এবারের প্রতিযোগিতায় ৪৫ ঊর্ধ্ব প্রতিযোগীরাও ছিলেন। এমন আয়োজনে খুশি দর্শক ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১৫ জনকে পুরস্কার ও মেডেল তুলে দেন। এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম, সদস্য উবাথোয়াই মারমা, সদস্য নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পাহাড়ের সৌন্দর্য্য ও বৈচিত্র্য বিশ্বের কাছে তুলে ধরা এবং পর্বতকে রক্ষা করা ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এমন উদ্যোগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর