বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ৫০ মিটার ভেতরে জামালের ঘের এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রহমত উল্লাহ (২৫)।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিজিবি সূত্রে আরও জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।