Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় তাবলিগ জামাতে এসে পাকিস্তানি নাগরিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৯

তেঁতুলিয়া মডেল থানা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলিগ জামাতে এসে আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন মসজিদে তিনি মারা যান।

জানা গেছে, তিনি পাকিস্তানের নাগরিক এবং নওসেরা জেলার আদিল খানার ছেলে।

পুলিশ ও তাবলিগের মুসল্লিরা জানায়, গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনার জন্য মুসল্লিরা বাংলাবান্ধার পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া শেষে ওই ব্যক্তি বুকে ব্যথা অনুভব করলে তাবলিগ জামাতের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তেঁতুলিয়ার তাবলিগের মুসল্লি আব্দুল লতিফ জানান, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানের পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম তাবলীগ জামাতের পাকিস্তানি নাগরিকরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর