Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমাদ্রির বোনাস শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪

ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত এসএমই খাতের ‘হিমাদ্রি লিমিটেড’-এর বোনাস শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি ৬৩ লাখ টাকা। সম্প্রতি এটি দ্বিগুন করার উদ্যোগ নিয়েছিল কোম্পানি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ১০০ শতাংশ স্টক লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কোম্পানির এ সিদ্ধান্তে অসম্মতি জানিয়েছে বিএসইসি। ফলে পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ কারসাজি হওয়া এই কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ছে না।

বাজার সংশ্লিষ্টরা জানান, দশ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির শেয়ারটির দাম একসময় কারসাজির মাধ্যমে প্রায় ৯ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। ওই কারসাজিতে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি।

বিজ্ঞাপন

বিএসইসি জানিয়েছে, কোম্পানির প্রস্তাবিত স্টক লভ্যাংশের মাধ্যমে পরিশোধিত পুঁজি বাড়ানো বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির অবাস্তব সম্পদ, করের দায় এবং মূলধন রিজার্ভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। এসব কারণে বড় এই স্টক লভ্যাংশের অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জন্য একশ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৩ টাকা ৪২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫২২ টাকা ৮৭ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৫২২ টাকা ১৯ পয়সা।

এদিকে সাম্প্রতিক সময়ে পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত এই বড় স্টক লভ্যাংশকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারদর ৫০৪ টাকা থেকে ৭২৯ টাকা পর্যন্ত উঠে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর