Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭

গাঁজাসহ গ্রেফতার হওয়া ৪ জন। ছবি: সারাবাংলা

মাদারীপুর: মাদারীপুরের ডাসারে পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চলবল হাইস্কুল মাঠ এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উত্তর চলবল গ্রামের মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ (৩৮), প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র (২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ (২৪) এবং রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার (২১)।

পুলিশ জানায়, সন্দেহবশত চারজনকে তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এদের মধ্যে প্রকাশের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ দলটি অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সচিবালয় থেকে ৪ আন্দোলনকারী আটক
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮

আরো

সম্পর্কিত খবর