Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে জাপানের ব্যবসায়ীদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

ঢাকা: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানান দলের প্রচার বিভাগের সিনিয়র সহকারি মুজিবুল আলম।

তিনি জানান, জাপানের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. কাজুইকি কাতাওকা; সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মি. হিরোনোরি ইয়ামানাকা; ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. মানাবু সুগাওয়ারা ও ভাইস-প্রেসিডেন্ট মি. হিরোনোরি ইয়ামানাকা; এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড মি. সুগাওয়ারা মানাবু। আরও উপস্থিত ছিলেন জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

বিজ্ঞাপন

বৈঠকে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

জাপান প্রতিনিধি দল জামায়াত আমিরকে জানান যে, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

ডা. শফিকুর রহমান জাপানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর