Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯

ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাটে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র সমন্বয়ক এমএ সালাম, সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মানফুজুর রহমান, মাদরাসা ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, বাগেরহাটে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট (হিফজুল কোরআন অ্যান্ড ইংলিশ মিডিয়াম মাদরাসা) আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারাবাংলা/জিজি