বগুড়া: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জনসংযোগ করছেন বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ডের উপশহর এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সভাপতি আজগর আলী, ১৬নং ওয়ার্ড আমির রেজাউল করিম রেজা, নায়েবে আমির সুমন, ১৬নং ওয়ার্ড সেক্রেটারি সুমন, ১৮নং ওয়ার্ড আমির ইব্রাহিম হোসেন, যুব বিভাগের সেক্রেটারি এ এইচ এম শফিক, শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ।
পরে উপশহর বাজার মোড়ে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্কট দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্থ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আগামীতেও যদি দুর্নীতিগ্রস্থ নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তবে বাংলাদেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।