Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল ঘোষণায় আশ্বস্ত বিএনপি: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:০২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে ‘আশ্বস্তকারী’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থেই আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চায় এমন আস্থার বার্তাই তফসিল ঘোষণার মাধ্যমে পাওয়া গেছে।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর রাজধানীতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন,‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই আমরা নির্বাচনে যাচ্ছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা আমাদের প্রধান লক্ষ্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে কি হবে না-এ নিয়ে আমাদের কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে। তফসিল ঘোষণার মাধ্যমে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। আমরা আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে।’

নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, কমিশন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে। সব প্রার্থীই নির্বাচনী পরিবেশকে উৎসবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫–এর ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর