পঞ্চগড়: পঞ্চগড়ের শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক সংগঠনটি।
পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, হায়াতুন আলম, জয়নাল আবেদীন প্রমুখ।