Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২০:১২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পিএস এমদাদুল হকসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, প্রতারণাপূর্বক চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে ২৪০১.৪৬ শতাংশ জমি (যার বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার ৬৪৪ টাকা) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় আজ মামলা করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আসামিরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলে। চক্রটি পরস্পর যোগসাজশে গত ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে ১৬ জন ভিকটিমের ২৪০১.৪৬ শতাংশ জমি পরস্পর সংঘবদ্ধভাবে প্রতারণাপূর্বক চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল করে অবৈধভাবে দখল করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছে।

বিজ্ঞাপন

মামলায় আসামিরা হলেন- গোলাম দস্তগীর গাজী (৭৭), এমদাদুল হক (৫২), সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮), মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩), দিমন ভূঁইয়া (৫৫)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর