Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দুরকানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৮

উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ মতবিনিময় সভার সূচনা হয়।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন-জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, স্কাউটস সাধারণ সম্পাদক আহসানুল হক ছগীর, সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি লুলু ও মারজান প্রমুখ।

বিজ্ঞাপন

সরকারি দফতরের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, সরকারি ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ বাবু সঞ্জিত পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাড়েরহাট ভূমি অফিস এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে দুপুর ১২টায় তিনি ইন্দুরকানী ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং কচাঁ নদী সংলগ্ন এলজিইডির রাস্তা থেকে মহিদ তালুকদারের বাড়ি হয়ে টিএন্ডটি সড়ক পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। আমাদের কাছে সব প্রার্থীই সমান। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আগামী নির্বাচন যেকোনো মূল্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর