Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫

বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে কয়েক সপ্তাহের ধারাবাহিক বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কয়েক মিনিট আগে টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ঝেলিয়াজকভ পদত্যাগের ঘোষণাটি দেন।

ঝেলিয়াজকভ বলেন, ‘আমাদের জোট বৈঠক করেছে, আমরা বর্তমান পরিস্থিতি, যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি এবং যে সিদ্ধান্তগুলো আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে তা নিয়ে আলোচনা করেছি। সমাজ আমাদের কাছ থেকে যা প্রত্যাশা করে, আমরা সেই উচ্চতায় থাকতে চাই।’

বিজ্ঞাপন

বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী, সংসদে এখন দলগুলোকে একটি নতুন সরকার গঠনের কথা বলবেন প্রেসিডেন্ট। তারা ব্যর্থ হলে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করবেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বুলগেরিয়ায় গত সপ্তাহে সামাজিক সুরক্ষা খাতের অবদান ও লভ্যাংশের ওপর কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এরপর ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে ঝেলিয়াজকভ সরকার।