Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: টুকু

স্পেশাল করেসপডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৫:৪০

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এ দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাস পাওয়া শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আমরা এই নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে। কারণ ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষের দরবারে হলে মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় টুকু বলেন, ‘তিন কোটি ৮০ লাখেরও বেশি তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চায়। এ দেশটি আমাদের, সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে।’

টুকু বলেন, ‘মাওলানা ভাসানী মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সব সময়ই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কখনো আপোষ করেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের মূল বীজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারি সম্মেলনে বুনেছিলেন। পরবর্তীতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

এর আগে টুকু ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আজ নরসিংদী হানাদার মুক্ত দিবস
১২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩১

আরো

সম্পর্কিত খবর