Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার ভুট্টা খেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

প্রতীকী ছবি।

কুমিল্লা: হোমনায় ভুট্টা খেত থেকে শান্ত চন্দ্র দাস নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কারাকান্দি এলাকার একটি ভুট্টা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত চন্দ্র দাস হোমনা থানার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। মরদেহে গলাকাটার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মাঝে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

ওসমান হাদি লাইফ সাপোর্টে
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর