ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, হাদির ওপর এই হামলা কেবল একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত। দলটি গুরুতর আহত হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছে।
দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার আগে শরিফ ওসমান হাদি প্রকাশ্যে হুমকির কথা জানানোর পরও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
এনসিপি অভিযোগ করে বলেছে, এর আগে দলটির কার্যালয়ের সামনে একাধিক ককটেল হামলা এবং একজন প্রার্থীকে হুমকি পাওয়ার পরও ব্যবস্থা না নেওয়া সরকারের ‘দায়িত্বহীনতা, অদক্ষতা ও উদাসীনতার নগ্ন উদাহরণ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের অবশিষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সরকারকে অবিলম্বে এসব সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছে এনসিপি।
পার্টিটি আরও সতর্ক করে বলেছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলো যদি বিভক্ত হয়, তাহলে সুযোগ নেবে ‘পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দেশবিরোধী চক্র’—যারা অতীতে হত্যা, সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি কলুষিত করেছে।
সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম এবং সব গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, যে কোনো হুমকি ও ভয়ভীতি উপেক্ষা করে তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এনসিপি সরকারের প্রতি অবিলম্বে হামলার পূর্ণাঙ্গ তদন্ত, হামলাকারীদের গ্রেফতার, হুমকির উৎস শনাক্ত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।