Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বানচাল করতেই হাদিকে গুলি: ড. ফরিদুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:০০

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন বানচাল করার জন্যই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ড. ফরহাদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে এবং এরই অংশ হিসেবে আজকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তাকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচন ষড়যন্ত্রকারীরা বানচাল করতে পারবে না। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

হাদিকে দেখতে ঢামেকে নাহিদ
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর