গাইবান্ধা: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একাধিক সংগঠন। বিক্ষোভকারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে মিছিল নিয়ে পৌরশহরের বাহিরগোলা মোড় থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বাহিরগোলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে হাদিকে গুলি করার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এসময় বক্তব্য দেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নূর আলম নূর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, ছাত্র শিবিরের সোহান ইসলাম, শাহীন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা ওসমান হাদির ওপর এ হামলাকে পূর্ব-পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করে বলেন, এর দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচার কার্যকর করনি।’ হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার ছাড়াও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।