Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ভোরের তাপমাত্রা ১৬ ডিগ্রি, সারাদিন শুষ্ক থাকবে আবহাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় আজ ভোরে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনভর রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা।

আবহাওয়া অধিদফতরের শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, সারা দেশের জন্য দেওয়া সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার দেশের সব বিভাগেই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলেও কোথাও বৃষ্টির আশঙ্কা নেই। রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সার্বিক আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ