Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮

দৌলত‌দিয়ার সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ ৭নং ফে‌রিঘাট। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: নাব্য সংক‌ট নিরস‌নে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় রাজবাড়ীর দৌলত‌দিয়ার সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ ৭নং ফে‌রিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে সচল র‌য়েছে ৩ ও ৪ নম্বর ফে‌রি ঘাট। ফ‌লে নদীপাড়ে যানবাহ‌নের কোনো সি‌রিয়াল নেই।

শ‌নিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থে‌কে ঘাট‌টি দি‌য়ে যানবাহন পারাপার বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

জানা ‌গে‌ছে, দৌলতদিয়া ঘাট দে‌শের গুরুত্বপূর্ণ এক‌টি ঘাট। এখা‌নে ৭‌টি ঘাট থাক‌লেও সচল র‌য়ে‌ছে ৩‌টি। সম্প্রতি নদী‌র পা‌নির ক‌মে যাওয়ায় বি‌ভিন্ন স্থা‌নে দেখা দি‌য়েছে নাব‌্যতা সংকট। এছাড়া নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে,যার কার‌ণে ব‌্যাহত হ‌চ্ছে ফে‌রি চালাচল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে এ ঘাট। কখন এ ঘাটটি সচল হবে সেটা বলতে পারছি না ‘

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ‘৭নং ঘা‌টের অভিমু‌খে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় সকাল ৯টা থে‌কে ৭ নম্বর ফে‌রি ঘাট‌টি সাম‌য়িকভা‌বে বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে যানবাহন পারাপা‌রে অন‌্য দুইটি ঘাট সচল আছে। যানবাহ‌নের চাপ না থাকায় দৌলতদিয়ায় কোনো সি‌রিয়াল নেই। বতর্মা‌নে ১২‌টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

ফের বাবা হলেন অপূর্ব
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

আরো

সম্পর্কিত খবর