সুনামগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
ওই বিক্ষোভ মিছিল থেকে তদন্তের মাধ্যমে ঘটনা দুটির প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানানো হয়। শনিবার (১৩ ডিসেম্বর ) দুপুরে দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম।
এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা অ্যাড. আ.ত.ম মিছবাহ, কাজী নাছিমউদ্দীন লালা, ফুল মিয়া, সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজাকি কায়েস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অমর খৈয়াম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির, যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালার চান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সমাজ কল্যান সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক উবাইদুল ইসলাম, রমজানুল করিম পাপনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে অ্যাড. মাসুক আলম বলেন, নির্বাচন কমিশনার গত ১১ ডিসেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে। এই তফসিল ঘোষণার পরদিনই একটি সন্ত্রাসী চক্র অতি কাছ থেকে ঢাকা-৮ ওসমান হাদিকে গুলি করেছে। গত ৫ নভেম্বর চট্টগ্রাম -৮ আসনের বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে একইভাবে আহত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, এই দেশে আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা এই অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে যড়যন্ত্র করছে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ।’