পাবনা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ার সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি ও পাবনা-৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা -৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।