Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সারাবাংলা

নোয়াখালী: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে সাত শহীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সেনা। তিনি আপোষহীন নেতৃত্বে আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কন্ঠস্বর জারি রেখেছেন। তিনি গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও কথা হয়েছে। আমাদের সঙ্গে কথাবার্তায় তিনি আশঙ্কা করতেন যে, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বারবার তাকে রিকোয়েস্ট করে বলতাম, ‘হাদি একটু সাবধানে থাকো, বের হইয়ো না।’ সে বলত, ‘মউতের ফয়সালা আসমানে হয়। আমি যদি ঘরের ভেতরও থাকি তা-ও মারা যাব।’’’

বিজ্ঞাপন

তিনি আরও বলতেন, ‘রাজনীতিবীদদের জন্য এটা শোভনীয় নয়। সুতরাং ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ নয়, বরং রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে।’ সেই হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী বাহিনী হামলা করেছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ভরা মজলিসে মহান রবের কাছে তার প্রাণভিক্ষা চাই। আল্লাহ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কন্ঠস্বরকে আরও কিছু দিন আমাদের জন্য ফেরত দেন। এই বলিষ্ঠ কন্ঠস্বর বাতিলের পায়তারা এক আতঙ্কে পরিনত হয়েছে। তারা মনে করেছে আমাদের গুলি করে দমাতে পারবে। তারা ভুলে গিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পা রেখেছি।’

শিবির সেক্রেটারি বলেন, ‘উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদের দুর্বল করতে পারবে না।’

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও নোয়াখালী শহরের সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলাম, নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোম্পানীগঞ্জে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ছাত্র ও যুবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর