Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজড়া কমিউনিটির টেকসই উন্নয়নে আত্মসহায়ক কর্মসূচি সভা


১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮

সভায় সভাপতিত্ব করেন মিসেস হোসনে আরা বেগম। ছবি: সারাবাংলা

পিরোজপুর: হিজড়া কমিউনিটির টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে ‘এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি’র উদ্যোগে এক আত্মসহায়ক কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মিসেস হোসনে আরা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের মূলধারায় হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আত্মসহায়তা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। এসব কর্মসূচির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাহাদুর হোসেন, অ্যাডভোকেট রাজ্জাক হোসেন, অ্যাডভোকেট আশুতোষ বেপারী, অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, অ্যাডভোকেট নাসরিন আক্তার এবং অ্যাডভোকেট রিয়াজ হোসেন।

বিজ্ঞাপন

বক্তারা হিজড়া কমিউনিটির অধিকার, সামাজিক স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তারা এই জনগোষ্ঠীর উন্নয়নে আইনগত সহায়তা, সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তৃতীয় লিঙ্গের সদস্য বনী শিকদার ও মিতু শেখ তাদের বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে আত্মনির্ভরশীলতা অর্জনের পথে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জানান।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আত্মসহায়ক কর্মসূচি হিজড়া কমিউনিটির সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস জাগ্রত করা এবং সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর