Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায়, বিএনপি প্রার্থীকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১

লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মোটর শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় পৌঁছার পর চট্টগ্রামে বিএনপি মনোনীত এক প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম কোনো ব্যবস্থা নেওয়া হল।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে। ওই উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ আদেশ দেন।

গত ৪ ডিসেম্বর বিএনপি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নাজমুল মোস্তফা আমিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। নবাগত প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন।

বিজ্ঞাপন

লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন সারাবাংলাকে বলেন, ‘তিনি (নাজমুল মোস্তফা আমিন) চট্টগ্রাম থেকে সাতকানিয়া উপজেলা হয়ে লোহাগাড়ায় বটতলী স্টেশন এলাকায় আমাদের উপজেলার সীমানায় পৌঁছার পর আমরা গাড়িবহরের গতিরোধ করি। তিনি নিজে একটি জিপে দাঁড়ানো অবস্থায় ছিলেন। শখানেক মোটর সাইকেল, জিপ, প্রাইভেট কারসহ আরও গাড়ি সামনে-পেছনে ছিল। তফসিল ঘোষণার পর এ ধরনের মোটর শোভাযাত্রা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। জরিমানার পাশাপাশি তাকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি অবশ্য গাড়িবহর নিয়ে আর অগ্রসর হননি। পরে তিনি একটা মাহফিলে চলে যান।’

নির্বাচনী আচরণবিধি, ২০২৫ এর ২৭ ধারায় সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে বলে জানান মং এছেন।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর