বগুড়া: ‘অলিম্পিয়াডে জয় নয়, শেখায় আসল লক্ষ্য’-এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও টিইসি প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো টিপিসি গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও ডিপ্লোমা পর্যন্ত মোট চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা গণিত বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন শেষে প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থানসহ সেরাস্থান অর্জনকারীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেওয়া হয়।
অলিম্পিয়াডে আগত শিক্ষার্থীরা বলেন, টিইসি প্রোগ্রামিং ক্লাবের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এই গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখবে। গণিত চিন্তার পার্থক্য তৈরি করে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আগামীতেও এমন আয়োজন হওয়া উচিত। এতে আমাদের মতো শিক্ষার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে।
অলিম্পিয়াডে আগত অতিথিরা বলেন, অলিম্পিয়াডের মতো নানা কর্মসূচি আয়োজন করে আমরা শিক্ষার্থীদের দক্ষ হতে উৎসাহিত করছি। এই আয়োজনের মাধ্যমে তাদের মাঝে গণিতের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং তারা গণিতে আরও দক্ষ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। সম্মানিত অতিথি ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (অশোকাফেলো, পিএইচএফঅ্যান্ডএকেএস) অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, টিএমএসএস’র চীফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ডোমেইন চিফ সাজ্জাদুল বারী সুমন, আহবায়ক মো. রাহেনুর হাবিব রিফাত।
এছাড়া আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইঞ্জি মো. ইসরাইল হোসেন।
চারটি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেজাবিন মান্তাশা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আইরা রহমান, সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কিরতিক চক্রবর্তী, টিএমএসএস ইন্সিটিউট অব সাইন্স এন্ড আইসিটি’র ডিপ্লোমা শিক্ষার্থী মো. আরশাদ।