Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ড গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রবীণ দল মুসলিম লীগ। এ লক্ষ্যে নির্বাচনি প্রার্থী বাছাইয়ে ৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে দলটি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ও জেলা নির্বাহী সদস্যদের সভায় এ বোর্ড গঠন করা হয়। দলের নির্বাহী কমিটির ৩০ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ওসমান হাদির উপর গুলি-হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মুসলিম লীগ সভাপতি জোবায়দা কাদের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি শেখ আব্দুল কাইয়ুম, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট ফকির জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, অধ্যাপক মোঃ জাকির হোসেন, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা, হাজেরা খাতুন, মহিলা সাংগঠনিক সম্পাদক রীনা আক্তার, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলীয় সভাপতির রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর