Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

প্রতীকী ছবি।

বাগেরহাট: মোংলায় ইজিবাইকের ধাক্কায় হারুন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শ্রমিক সংঘের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য মাকসুদুর রহমান হারুন (৪৭) বিকেলে শহর থেকে কমলার মোড়ের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে হারুন ছিটকে পাশের দেয়ালে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মৌসুমি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই। তিনি ষ্টিভিডরস কোম্পানি (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) আহম্মদ এন্ড কোং-এর ডেক ফোরম্যান ছিলেন।

মোংলা থানা অফিসার ইনচার্জ( ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, ঘাতক ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে (৩৫) আটক করা হয়েছে। আর এ ঘটনায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত ১
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর