Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৫

খালেদা জিয়ার আশু সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল। ছবি: সারাবাংলা

ফরিদপুর: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা একটি স্বারকগ্রন্থ মোড়ক উন্মোচন করেন। দোয়া ও আলোচনা সভায় জেলা ও নয়টি উপজেলার বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে ‌‌আলোচনা সভায় বক্তব্য দেন-‌মরহুম চৌধুরী ‌কামাল ইউসুফের কন্যা ‌ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ, ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার‌ নাসিরুল ইসলাম, জেলা বিএনপির ‌আহ্বায়ক ‌অ্যাড. সৈয়দ ‌‌‌মোদাররেস ‌আলী ঈসা, ‌সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ,‌‌ জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক ‌আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ‌এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব ‌গোলাম মোস্তফা মিরাজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ডা. মুস্তাফিজুর রহমান শামীম ‌ও ময়েজ মনজিল পরিবারের সদস্য ‌আমির ইউসুফ প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা ‌মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের‌ কর্মজীবন তুলে ধরে বলেন, তিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। এলাকার মানুষের ‌সুখে-দুঃখে পাশে থেকেছেন।

বক্তারা বলেন, ‌সকলের কাছে মন্ত্রী কামাল ইবনে ইউসুফ ছিলেন শ্রদ্ধার পাত্র। বক্তারা আরও বলেন, ‌আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‌বাংলাদেশে আসার সিদ্ধান্তকে ‌স্বাগত জানান তারা। ‌আগামী দিনে ‌তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে ‌বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর শহরের ‌দরগা জামে মসজিদের পেশ ইমাম ‌আবুল কালাম আজাদ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত ১
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর