Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের বর্ডারে সমস্যা নেই, আলোচনা ফলপ্রসূ: রাজনাথ সিং


১৫ জুলাই ২০১৮ ১২:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমাদের সীমান্তে কোনো সমস্যা নেই। এছাড়া নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনাথ সিং এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, সীমান্তে বিরাজমান জটিলতা ও অন্যান্য বিষয় নিরসনে বিস্তারিত আলোচনা হয়েছে।’

রোববার সকাল সাড়ে ১০টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসাদুজ্জাান খাঁন কামাল ও রাজনাথ সিংয়ের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফুল দিয়ে রাজনাথ সিংকে শুভেচ্ছা জানান।

এটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ষষ্ঠ বৈঠক।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে গত শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসেন। রোববার তার সফরের শেষ দিন। এদিন সকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর পূজা-অর্চনার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যান। সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে রওয়ানা হয়ে বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর