কুষ্টিয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনিসংকেত। এটি দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রেরই অংশ।’ তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিরোধী মত ও আন্দোলনের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ প্রমুখ।