ফরিদপুর: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড় হয়ে আলীপুরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বিচারের আওতায় আনা এবং নির্বাচনি পরিবেশ সুরক্ষার দাবি জানান।
এসময় বক্তব্য দেন-এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর, জেলা এনসিপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মেরাজউদ্দিন শরীফ, সদস্য সচিব সাইফ হাসান খান শাকিব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাজমুল হুদা, জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহবায়ক জুনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।