Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩

বিএনপির প্রতিবাদ মিছিল। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী এবং গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর গণসংযোগে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। মিছিলটি পাঠান পাড়া দলীয় অফিসের সামনে থেকে রেব হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং ছাত্রনেতা মিম ফজলে আজিম।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, রাজনৈতিক মাঠে বিরোধীকণ্ঠকে দমন করতেই পরিকল্পিতভাবে সহিংস হামলা ও গুলির ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মিত্র কমছে বিএনপির!
১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

আরো

সম্পর্কিত খবর