Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে গুলি
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার


১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫০

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির পর সুনামগঞ্জের সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির তথ্যমতে, সুনামগঞ্জের সীমান্ত এলাকা জুড়ে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি হাদি গুলিকাণ্ডের ঘটনায় সীমান্ত এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ ভারতে পাড়ি কিংবা অনাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে সেজন্য বিজিবি সবধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর