Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:১৭

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সুদানের আবেইতে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে, বাংলাদেশ সরকার এবং জনগণ আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘকে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।

নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সকল সহায়তা প্রদানের জন্য একসঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর