Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭

ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি।

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতার হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৭২ ঘণ্টার অবজার্ভেশনে রাখা হয়েছে। হাদিকে গুলি করার এই ঘটনার পর থেকেই সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর