Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকারের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১০:০৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৪১

শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় আয়োজিত ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্যা কার্ভস (২০২৫) সিজন ২।

সিলেট: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় হাজার বাইক প্রেমীদের নিয়ে সমাপ্ত হলো ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্যা কার্ভস (২০২৫) সিজন ২’।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দ্বিতীয় বারের মত ‘সিলেট বাইকিং কমিউনিটি’র (এসবিসি) আয়োজনে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেশের বাইক প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন রাইডারস ক্লাবের ১২০ রেসার অংশগ্রহণ করেন। এতে ২০ জন নারী রেসার অংশ নেন।

২০২৪ সালে ইয়ামাহার-এসিআই মটরসের সাথে সিলেট বাইকিং কমিউনিটি’র পথচলা শুরু। এ উপলক্ষ্যে ইয়ামাহা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাইডাররা উপভোগ করেন প্রো-ট্রেক ও ইজি ট্রেকসহ নানা রোমাঞ্চকর বাইকিং কার্যক্রম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতার জন্য প্রস্তুত বাইকাররা।

এসিআই মটরসের মহাব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইয়ামাহা শুধু একটি ব্র্যান্ড নয়, এটি এক বিশাল পরিবার। আমরা শুধু মোটরসাইকেল বিক্রি নয়, বাইক-সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ আয়োজনকে আন্তর্জাতিক মানের করার পরিকল্পনা রয়েছে, যেখানে দেশের বাইরের বাইকাররাও অংশ নেবে। আরও সেবা ও ভালো অভিজ্ঞতা নিয়ে তরুণ বাইকারদের নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।’

আয়োজনটি নিয়ে ‘সিলেট বাইকিং কমিউনিটি’র ফাউন্ডার সহীদ জামান বলেন, ‘প্রতিবছর আমরা দেশব্যাপী বাইক প্রেমীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদ্‌যাপন করি। এবারও বড় পরিসরে আয়োজন করেছি। সারাদেশ থেকে লেডি বাইকারসহ প্রায় দেড় হাজারের মত রাইডার এখানে অংশ নিয়েছে। প্রতিবারের মত এবারও ইয়ামাহা এসিআই মোটরস আমাদের পাশে দাড়িয়েছে। ‘সিলেট বাইকিং কমিউনিটি’ ইয়ামাহার প্রতি কৃতজ্ঞ। ইয়ামাহা-এসিআই মটরস পাশে না থাকলে কোনভাবে এসব আয়োজন সম্ভব হতো না।

অনুষ্ঠানে আসা কুমিল্লা লেডি বাইকার’স ট্রেনিং ক্লাবের ফাউন্ডার ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য স্বপ্নিল সুলতানা বলেন, ‘প্রথমে শখ করেই বাইক রাইড করি। তারপর এটি এখন নেশায় পরিণত হয়েছে। বর্তমানে আমি কুমিল্লায় বাইকিং ক্লাব গঠন করে মেয়েদেরকে বাইক শেখাচ্ছি। এখন ভালো লাগছে এখানে যারা ট্রেকে অংশগ্রহন করছে তারা অনেকে আমার কাছ থেকে বাইক শিখে এসেছে। এবারের ট্রেক খুবই প্রাণবন্ত ও উৎসবমুখর হয়েছে। এসিআই মটরস ও সিলেট বাইকিং কমিউনিটিকে ধন্যবাদ এতো বড় একটা ট্রেকিং আয়োজন করার জন্য।’

প্রতিযোগিতার বিজয়ীরা।

ময়মনসিংহ মুসাফির বাইকার ক্লাবের ৩৫ জনের একটি টিম এসেছিলেন এ আয়োজনে। তাদের সাথে আলাপ হয় এ প্রতিবেদকের তারা বলেন, ‘এরই মধ্যে আমরা দেশের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু শ্রীমঙ্গলের আয়োজন একেবারেই ভিন্ন। টিলার উপর এতো সুন্দর জায়গা, এখানে এসে প্রো-ট্রেকিং করতে পারবো চিন্তাও করিনি। আমরা খুবই এক্সাইটেড এবং ইয়ামাহা মোটরসকে এতো সুন্দর আয়োজন করার জন্য।

‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্যা কার্ভস’র আয়োজনে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ছিল ইয়ামাহার বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীও। রাতে বিশেষ আকর্ষণ ছিল মণিপুরী নৃত্য ও স্থানীয় কণ্ঠশিল্পীদের গান পরিবেশনা, যা উপস্থিত বাইকপ্রেমীদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস আরও দিগুণ বাড়িয়ে দেয়।

‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্যা কার্ভস’র আয়োজনে মণিপুরী নৃত্য পরিবেশনা।

দু’দিনব্যাপী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন অব দ্যা ইয়ার ঘোষণা করা হয়। এতে প্রো-ট্রেকে প্রথম পুরুস্কার অর্জন করেন মি. ৯৯, দ্বিতীয় আরিফুল ইসলাম ও তৃতীয় তাইজুল ইসলাম বাবু। ইজি ট্রেকে প্রথম অর্জন করেন মতিউর নিশান দ্বিতীয় জরিপ মিয়া ও তৃতীয় দুলাল আহমেদ।

ফিমেল ক্যাটাগরিতে ইজি ট্রেকে প্রথম অর্জন করেন বৃষ্টি আক্তার, দ্বিতীয় সিন্তু জাহান ও তৃতীয় এ্যানি ও বিশেষ ক্যাটাগরিতে স্বপ্নিল সুলতানা পুরুস্কার অর্জন করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বানরের কাণ্ডে হাসুন আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০৭

আরো

সম্পর্কিত খবর