Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিরক্ষীদের নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেছেন।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন নারী সেনাসদস্যসহ আরও আটজন আহত হয়েছেন।

সর্বশেষ তথ্যমতে, মোট ১৪ বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শোকবার্তায় তিনি বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর