Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে আঁকা যুদ্ধপরাধীদের ঘৃণাসূচক প্রতিকৃতি মুছে দিল প্রশাসন

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮

ছবি: সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে আঁকা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর প্রতি ঘৃনা প্রদর্শনসূচক প্রতিকৃতি মুছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ প্রতিকৃতিগুলো মুছে ফেলা হয়। এ সময় প্রতিকৃতির উপরে লেখা ছিল ‘রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব দালালরা ভেসে যাবে বঙ্গোপসাগরে’। ছবি মুছলেও এ লেখাটি মোছা হয় নি।

এর আগে জগন্নাথ হল সংসদের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক অনুষ্ঠানের জন্য শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে ঘৃণাসূচক এসব প্রতিকৃতি আঁকেন হলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জগন্নাথ হল সংসদের সহ সভাপতি (ভিপি) পল্লব বর্মণ বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে ‘চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছিলাম আমরা। আমরা হল সংসদ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছি বুদ্ধিজীবী দিবসে সম্মান জানানোর জন্য আপনাদের যে দ্রোহ রয়েছে, সেই দ্রোহ আপনারা রঙ তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেন। আজ সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো প্রকার না জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মুছে ফেলেছে। যারা ঘৃণিত রাজাকার তাদের ছবি মুছে ফেলায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, লজ্জিত এবং ধিক্কার জানাই।’

এদিকে এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে, সেজন্য প্রশাসন থেকে বলা হয়েছে মুছে ফেলার জন্য।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলে কে কি অভিযোগ করেছে তা আমি জানি না। আমাকে অর্ডার করা হয়েছে, তাই আমি মুছে ফেলেছি।’

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি তাদেরকে শুধু জিজ্ঞেস করেছিলাম এ বিষয়ে। বলেছি এগুলো কি? আমরা কোনো নির্দেশ দেইনি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর