Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সিগারেট কোম্পানিতে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

নৈশপ্রহরি হত্যায় স্বজনদের আহাজারি।

কুড়িগ্রাম: রাজারহাটে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করার সময় নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক কয়েক লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের অফিসার ইন চার্য (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর