সুনামগঞ্জ: ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সুনামগঞ্জের সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি’র তথ্যমতে, সুনামগঞ্জের সীমান্ত এলাকাজুড়ে নিয়মিত টহল চলছে। পাশাপাশি যেসব জায়গা দিয়ে সম্ভাব্য ক্রসিং ও রি-ক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ ভারতে পাড়ি দিতে না পারে, কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য বিজিবি সবধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।’