Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টে ৫টির বেশি পাসপোর্ট নেবে না মিশর দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের মিশর দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। নতুন নিয়মে প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ ৫টি পাসপোর্ট জমা দেওয়া যাবে।

রোববার (১৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে মিশর দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাভেল এজেন্সিকে তাদের এজেন্সির নাম, আবেদনের সংখ্যা ও পছন্দের দিন (রোববার, মঙ্গলবার বা বৃহস্পতিবার) উল্লেখ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।

বিজ্ঞাপন

প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে এবং শুধুমাত্র নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট থাকা এজেন্সিগুলোই দূতাবাসে প্রবেশ করতে পারবে। এজন্য প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল আইডি সঙ্গে আনতে হবে।

বিজ্ঞাপন

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

আরো

সম্পর্কিত খবর