Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ভুলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করার নির্দেশ: ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের মনোনয়নপত্রে ছোট ভুল থাকলে তা বাতিল না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সম্প্রতি ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত পরিপত্র থেকে এ বিষয়ে জানা যায়।

‎এতে বলা হয়েছে, ছোট ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না। যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি-বিচ্যুতি নজরে আসে, যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব তাহলে মনোনয়নপত্র দাখিলকারীর দ্বারা তা সংশোধন করিয়ে নিতে হবে। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, হলফনামায় উল্লিখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

‎এতে আরও বলা হয়, কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ঐ প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধুমাত্র একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থীতা অটুট থাকবে। যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করেন; তবে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্য মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে আগামী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

আরো

সম্পর্কিত খবর