Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬

ফরিদপুরের ছাত্র-জনতার বিক্ষোভ

ফরিদপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ‌শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ছাত্র-জনতার উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের ‌সামনে থেকে ‌একটি বিক্ষোভ মিছিল ‌বের করা হয়। মিছিলটি ‌প্রধান সড়ক ঘুরে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত ‌প্রতিবাদ সভায়‌ বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা ‌মারুফ আবেদীন ও মো. এনামুল।

সভায় বক্তারা‌ অবিলম্বে গণতন্ত্র মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী ব্যক্তিদের ‌অবিলম্বে গ্রেফতার করে ‌আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘‌একটি বিশেষ মহল ‌জুলাই যোদ্ধাদের ‌টার্গেট করে ‌একের পর এক ‌হামলা, অত্যাচার ও নির্যাতন করছে। যে কারণে ‌জুলাই যোদ্ধারা এখন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে রয়েছেন।’

বক্তারা আরও বলেন, ‘একটি বিশেষ মহল ‌দেশ এবং দেশের বাইরে থেকে ‌এ ধরনের অপতৎপরতা ‌চালিয়ে যাচ্ছে।’

পরে শরিফ ওসমান হাদির ‌সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর