ঢাকা: একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে স্বাধীনতাবিরোধী শক্তির সুপরিকল্পিত ‘নীল নকশার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা অর্জনের মাত্র দুই দিন আগে একটি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। পাক হানাদার বাহিনীর সহযোগী স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির সদস্যরাই সেদিন ঘরে ঘরে গিয়ে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘ইতিহাস প্রমাণ করে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আমাদের সূর্য সন্তানদের হত্যা করেছে। এই বিষয়কে হালকা করে দেখার কোনো সুযোগ নেই।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বিগত ১৫-১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলেও ভিন্ন কৌশলে একই ধরনের চক্রান্ত অব্যাহত রয়েছে। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো দুর্বল করে জাতির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হয়েছে।’
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর হাদির ওপর হত্যাচেষ্টা নতুন করে ভয়ের রাজনীতি কায়েমের ইঙ্গিত দেয়।’ তবে বিএনপি কখনো ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ দলের কেন্দ্রীয় নেতারা।