Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

ওসমান হাদি। ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় রোববার দিবাগত রাতে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া মামলাটি তদন্ত করছেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুইজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। তবে হাদিকে গুলি করা ফয়সালকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার দুপুর ২টার পর রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলেছে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিমকে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো.নজরুল ইসলাম বলেন, যাদের চিহ্নিত করা হয়েছে তারাই ওসমান হাদিকে গুলি করেছে। আর গুলিটা করেছে ফয়সাল। হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে।

ফয়সাল দেশ থেকে পালিয়েছে কিনা- এবিষয়ে নজরুল ইসলাম বলেন, ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়ে ব্লক করে দেওয়া হয়েছে। আমরা বিজিবিকে সতর্ক করেছি এমন কেউ যেন চলে যেতে না পারে।

এদিকে, ফয়সালকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জানা গেছে, ফয়সাল করিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছিলেন। ২০১৯ সালের ১১ মে মাসে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন।

২০২৪ সালের ২৮ অক্টোবর রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলায় গত ৭ নভেম্বর আদাবর থেকে ফয়সাল করিমকে গ্রেফতার করেছিল র‍্যাব। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল। জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তাকে এক বছরের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

তারেকের আমজনতার দলের শুনানি আজ
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:১০

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর