Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী মেজবাহ উদ্দিনের মৃত্যু, অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪

বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতর সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ অর্ধদিবসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন। তিনি জানান, আপিল বিভাগ সকাল ১১টার পর এবং হাইকোর্ট বিভাগ দুপুরের পর আর বসবেন না। একইসঙ্গে চেম্বার আদালতের বিচারকাজও বন্ধ থাকবে।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন (৮০)। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এএফএম মেজবাহ উদ্দিন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে স্থায়ী বিচারপতি করা হয়নি। পরবর্তীতে তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন।

তিনি ২০০৯-২০১০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তারেকের আমজনতার দলের শুনানি আজ
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:১০

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর