Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষায় ৫৯০ কিমি বাঁধের নির্মাণকাজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

হাওরের ফসলরক্ষায় বাঁধের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১৩৭ হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে এই বাঁধের কাজের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পে ১০৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ১৩৭টি হাওরের বোরো ফসলরক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ উদ্বোধন হয়েছে, যা ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) মাধ্যমে করা হবে।

বাঁধের কাজের উদ্বোধনের পর সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘হাওর এলাকায় অনেক জায়গায় পানি না কমায় হাওরে একযুগে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে যে জায়গা থেকে আগেই পানি নেমে যাবে সেখানেই আমরা কাজ শুরু করে দ্রুত শেষ করে দিব। পাশাপাশি পিআইসির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যেন বাঁধের কাজ সমাপ্ত করেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
৩০ জানুয়ারি ২০২৬ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর